তুমি কূপের মধ্যে তোমার মার্ব্বেল নিক্ষেপ করো ।

তিনি (স্ত্রী) জলের মধ্যে তাঁহার কলসী ডোবান্‌ ।

আমি বাক্সর মধ্যে আমার টাকা ফেলি ।

তিনি চামড়ার মধ্যে তাঁহার ছুঁচ ফোটান্‌ ।

তাঁহারা পকেটের মধ্যে তোমাদের মুষ্টি প্রবেশ করান্‌ ।

তাঁহারা পাঁকের মধ্যে তাঁহাদের লাঠি খোঁচান্‌ ।

আমরা আগুনের মধ্যে আমাদের কাৎলি বসাই ।

১ । একবচনকে বহুবচন ও বহুবচনকে একবচন করাও ।

২ । অতীত করাও ।

৩ । নেতিবাচক করাও ।
1...27 | 28 | 29 | 30 | 31 | 32 | 33 | 34 | 35...52