তিনি ক্ষেত্রে যাইতেছেন ।

তিনি মন্দিরে ঘোড়া চড়িয়া যাইতেছেন ।

তিনি (স্ত্রীলিঙ্গ) সহরে আসিতেছেন ।

আমি হাটে দৌড়িতেছি ।

তোমরা স্কুলে যাইতেছ ।

আমরা জাহাজে সাঁতার দিয়া যাইতেছি ।

তারা আকাশে উঠিতেছে ।

১ । একবচনকে বহুবচন ও বহুবচনকে একবচন করাও ।

২ । অতীত করাও ।

৩ । নেতিবাচক করাও ।

৪ । ক্রিয়ার বিশেষণ যোগ করাও ।

৫ । প্রশ্নোত্তর – একবচন , বহুবচন , বর্ত্তমান , অতীত ।

৬ । ক্রিয়ার বিশেষণ-যোগে প্রশ্নোত্তর , উক্তরূপে ।
1...23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31...52