আমি দরজা বন্ধ করি ।

তিনি জানালা খোলেন ।

তিনি (স্ত্রীলিঙ্গ) তাঁহার কাজ করেন ।

তোমার পুতুল ভাঙো ।

তাঁহারা চৌকি নাড়ান্‌ ।

আমরা দুধ পান করি ।

আমি রুটি খাই ।

১ । একবচনকে বহুবচন ও বহুবচনকে একবচন করাও ।

২ । অতীত করাও ।

৩ । নেতিবাচক করাও ।

৪ । ক্রিয়ার বিশেষণ যোগ করাও ।

৫ । প্রশ্নোত্তর – একবচন , বহুবচন , বর্ত্তমান , অতীত ।

৬ । ক্রিয়ার বিশেষণ-যোগে প্রশ্নোত্তর , উক্তরূপে ।
1...20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28...52