তুমি কূপে ঝাঁপ দাও ।

তিনি আগুনে ছুটিয়া যান ।

আমি জলে ডুব দিই ।

তিনি নালায় উল্টাইয়া পড়েন ।

আমি গর্ত্তে (বষরন) পড়ি ।

তোমরা মেঘের মধ্যে ওঠ ।

তাহারা বালির মধ্যে খোঁড়ে ।

১ । একবচনকে বহুবচন ও বহুবচনকে একবচন করাও ।

২ । অতীত করাও ।

৩ । নেতিবাচক করাও ।
1...25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 | 32 | 33...52