কঠিন শিলা প্রতাপ তাঁর বহে,

তাহার কাছে পথিক সাবধান।

প্রীতি তাঁহার কুসুমে ফুটে রহে,

অনাদরেও করে সে হাসি দান।