কত লক্ষ বরষের তপস্যার ফলে

ধরণীর তলে

ফুটিয়াছে আজি এ মাধবী।

এ আনন্দচ্ছবি

যুগে যুগে ঢাকা ছিল অলক্ষ্যের বক্ষের আঁচলে।

সেইমতো আমার স্বপনে

কোনো দূর যুগান্তরে বসন্তকাননে

কোনো এক কোণে

একবেলাকার মুখে একটুকু হাসি

উঠিবে বিকাশি--

এই আশা গভীর গোপনে

আছে মোর মনে।