কোথা আছ অন্যমনা ছেলে--

দুই চক্ষু পাখি-সম

দূর শূন্যে ওড়ে পাখা মেলে।

অদৃশ্য দেশের হাওয়া

কেন জানি তোমারে ভুলায়,

অকূল সমুদ্রপারে

স্বপ্ন দিয়ে বাঁধিছ কুলায়।