কোথায় আকাশ

কোথায় ধূলি

সে কথা পরান

গিয়েছে ভুলি।

তাই ফুল খোঁজে

তারার কোণে,

তারা খুঁজে ফিরে

ফুলের বনে।