কোন্‌ খ'সে-পড়া তারা

মোর প্রাণে এসে খুলে দিল আজি

সুরের অশ্রুধারা।