অরণ্য। দস্যুগণ

অরণ্য। দস্যুগণ

কাফি

কাফি

প্রথম দস্যু।

আজকে তবে মিলে সবে কর্‌ব লুঠের ভাগ,

এসব আন্‌তে কত লণ্ডভণ্ড করনু যজ্ঞ যাগ।

দ্বিতীয় দস্যু।

কাযের বেলায় উনি কোথা যে ভাগেন্‌,

ভাগের বেলায় আসেন আগে আরে দাদা!

প্রথম।

এত বড় আস্পর্দ্ধা তোদের, মোরে নিয়ে একি হাসি তামাসা?

এখনি মুণ্ড করিব খণ্ড-- খবরদার রে খবরদার!

দ্বিতীয়।

হাঃ হাঃ ভায়া খাপ্‌পা বড়, এ কি ব্যাপার!

আজি বুঝিবা বিশ্ব করবে নস্য এম্‌নি যে আকার!

তৃতীয়।

এম্‌নি যোদ্ধা উনি পিঠেতেই দাগ--

তলোয়ার মরিচা, মুখেতেই রাগ।

প্রথম।

আর যে এসব সহে না প্রাণে, নাহি কি তোদের প্রাণের মায়া?

দারুণ রাগে কাঁপিছে অঙ্গ, কোথা রে লাঠি কোথা রে ঢাল?

সকলে।

হাঃ হাঃ ভায়া খাপ্‌পা বড়, এ কি ব্যাপার!

আজি বুঝিবা বিশ্ব করবে নস্য এমনি যে আকার!

খাম্বাজ

খাম্বাজ

সকলে।

এক ডোরে বাঁছা আছি মোরা সকলে।

না মানি বারণ, না মানি শাসন, না মানি কাহারে।

কেবা রাজা কার রাজ্য মোরা কি জানি?

প্রতি জনেই রাজা মোরা, বনই রাজধানী!

রাজা প্রজা, উঁচু নীচু, কিছু না গণি!

ত্রিভুবনমাঝে আমরা সকলে কাহারে না করি ভয়--

মাথার উপরে রয়েছেন কালী, সমুখে রয়েছে জয়!

পিলু

পিলু

প্রথম দস্যু ।

এখন কর্ব্ব' কি বল্‌!

সকলে।

(বাল্মীকির প্রতি) এখন কর্ব্ব' কি বল্‌!

প্রথম দস্যু।

হো রাজা, হাজির রয়েছে দল!

সকলে।

বল্‌ রাজা, কর্ব্ব' কি বল্‌, এখন কর্ব্ব' কি বল্‌!

প্রথম দস্যু।

পেলে মুখেরি কথা, আনি যমেরি মাথা,

ক'রে দিই রসাতল।

সকলে।

ক'রে দিই রসাতল।

সকলে।

হো রাজা, হাজির রয়েছে দল--

বল্‌ রাজা, কর্ব্ব' কি বল্‌, এখন কর্ব্ব' কি বল্‌!

ঝিঁঝিট

ঝিঁঝিট

বাল্মীকি।

শোন্‌ তোরা তবে শোন্‌!

অমানিশা আজিকে পূজা দেব কালীকে--

ত্বরা করি যা তবে, সবে মিলি যা তোরা,

বলি নিয়ে আয়।

[ বাল্মীকির প্রস্থান

[ বাল্মীকির প্রস্থান

রাগিনী বেলাবতী

রাগিনী বেলাবতী

সকলে মিলিয়া।

তবে আয় সবে আয়, তবে আয় সবে আয়,

তবে ঢাল্‌ সুরা, ঢাল্‌ সুরা, ঢাল্‌ ঢাল্‌ ঢাল্‌!

দয়া মায়া কোন্‌ ছার। ছারখার হোক্‌!

কেবা কাঁদে কার তরে , হাঃ হাঃ হাঃ!

তবে আন্‌ তলোয়ার, আন্‌ আন্‌ তলোয়ার,

তবে আন্‌ বরষা, আন্‌ আন্‌ দেখি ঢাল--

প্রথম দস্যু।

আগে পেটে কিছু ঢাল্‌, পরে পিঠে নিবি ঢাল--

হাঃ হাঃ, হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ, হাঃ হাঃ হাঃ হাঃ, হাঃ হাঃ!

জংলা ভূপালি

জংলা ভূপালি

সকলে।

(উঠিয়া ) কালী কালী বলো রে আজ--

বল হো, হো হো, বল হো, হো হো, বল হো--

নামের জোরে সাধিব কাজ--

হাহাহা হাহা হাহাহা হাহাহা!

ঐ ঘোর মত্ত করে নৃত্য রঙ্গমাঝারে,

ঐ লক্ষ লক্ষ যক্ষ রক্ষ ঘেরি শ্যামারে,

ঐ লট্ট পট্ট কেশ, অট্ট অট্ট হাসে রে--

হাহা হাহাহা হাহাহা!

আরে বল্‌ রে শ্যামা মায়ের জয়, জয় জয়--

জয়, জয়, জয় জয়, জয় জয়, জয় জয়--

আরে বল্‌ রে শ্যামা মায়ের জয়, জয় জয়!

আরে বল্‌ রে শ্যামা মায়ের জয়!

[ গমনোদ্যম ও একটি বালিকার প্রবেশ

[ গমনোদ্যম ও একটি বালিকার প্রবেশ

দেশ-বেহাগ

দেশ-বেহাগ

বালিকা।

এ কি এ ঘোর বন! এনু কোথায়!--

পথ যে জানি না, মোরে দেখায়ে দে না!

কি করি এ আঁধার রাতে!

কি হবে মোর, হায়!

ঘন ঘোর মেঘ ছেয়েছে গগনে,

চকিতে চপলা চমকে সঘনে--

একেলা বালিকা

তরাসে কাঁপে কায়!

পিলু

পিলু

প্রথম দস্যু।

(বালিকার প্রতি) পথ ভুলেছিস্‌ সত্যি বটে?

সিধে রাস্তা দেখতে চাস?

এমন জায়গায় পাঠিয়ে দেব, সুখে থাক্‌বি বার মাস!

সকলে।

হাঃ হাঃ হাঃ! হাঃ হাঃ হাঃ!

দ্বিতীয় দস্যু।

(প্রথমের প্রতি) কেমন হে ভাই

কেমন সে ঠাঁই ?

প্রথম।

মন্দ নহে বড়,

এক দিন না এক দিন সবাই সেথায় হব জড়--

সকলে।

হাঃ হাঃ হাঃ!

তৃতীয়।

আয় সাথে আয়, রাস্তা তোরে দেখিয়ে দিইগে তবে--

আর তা হলে রাস্তা ভুলে ঘুরতে নাহি হবে!

সকলে।

হাঃ হাঃ হাঃ হাঃ!

[ সকলের প্রস্থান

[ সকলের প্রস্থান
1 | 2 | 3 | 4