কানাড়া

কানাড়া

বাল্মীকি।

নিশুম্ভমর্দ্দিনী অম্বে,

মহাসমরপ্রমত্ত মাতঙ্গিনী,

কম্পে রণাঙ্গন পদভারে একি!

থরহর মহী সমুদ্র, পর্ব্বত ব্যোম,

সুরনর শঙ্কাকুল-- কে এ অঙ্গনা!

[ বালিকারে লইয়া দস্যুগণের প্রবেশ ]

[ বালিকারে লইয়া দস্যুগণের প্রবেশ ]

কাফি

কাফি

দস্যুগণ।

দেখ, হো ঠাকুর, বলি এনেছি মোরা।

বড় সরেস, পেয়েছি বলি সরেস,

এমন সরেস মছ্‌লি রাজা জালে না পড়ে ধরা!

দেরি কেন ঠাকুর, সেরে ফেল' ত্বরা!

কানাড়া

কানাড়া

বাল্মীকি।

নিয়ে আয় কৃপাণ, হয়েছে তৃষিতা শ্যামা মা,

শোণিত পিয়াও, যা ত্বরায়!

লোল জিহ্বা লকলকে, তড়িত খেলে চোখে,

করিয়ে খণ্ড দিক্‌ দিগন্ত ঘোর দন্ত ভায়!

গারা ভৈরবী

গারা ভৈরবী

বালিকা।

কি দশা হ'ল আমার, হায়!

কোথা গো মা করুণাময়ী, অরণ্যে প্রাণ যায় গো!

মুহূর্তের তরে, মা গো, দেখা দেও আমারে--

জনমের মত বিদায়!

সিন্ধু ভৈরবী

সিন্ধু ভৈরবী

বাল্মীকি।

এ কেমন হ'ল মন আমার!

কি ভাব এ যে কিছুই বুঝিতে যে পারি নে!

পাষাণ হৃদয়ো গলিল কেন রে,

কেন আজি আঁখিজল দেখা দিল নয়নে!

কি মায়া এ জানে গো,

পাষাণের বাঁধ এ যে টুটিল,

সব ভেসে গেল গো-- সব ভেসে গেল গো--

মরুভূমি ডুবে গেল করুণার প্লাবনে!

পরজ

পরজ

প্রথম দস্যু।

আরে, কি এত ভাবনা, কিছু ত বুঝি না--

দ্বিতীয় দস্যু।

সময় ব'হে যায় যে!

তৃতীয় দস্যু।

কখন্‌ এনেছি মোরা, এখনো ত হ'ল না--

চতুর্থ দস্যু।

এ কেমন রীতি তব বাহ্‌ রে!

বাল্মীকি।

না না হবে না, এ বলি হবে না,

অন্য বলির তরে যা রে যা!

প্রথম দস্যু।

অন্য বলি এ রাতে কোথা মোরা পাব?

দ্বিতীয় দস্যু।

এ কেমন কথা কও বাহ্‌ রে!

বাঙ্গালী

বাঙ্গালী

বাল্মীকি।

শোন্‌ তোরা শোন্‌ এ আদেশ--

কৃপাণ খর্পর ফেলে দে দে!

বাঁধন কর ছিন্ন,

মুক্ত কর' এখনি রে!

[ যথাদিষ্ট কৃত

[ যথাদিষ্ট কৃত
1 | 2 | 3 | 4