নলিনী

নলিনী

ভাল ক'রে সাজায়ে দে মোরে।

বুঝি রূপ পড়িতেছে ঝ'রে!

করিতে করিতে খেলা জীবনের সন্ধ্যাবেলা

বুঝি আসে তিল তিল করে!

বড় ভয় হয় প্রতিক্ষণ

নলিনী হতেছে পুরাতন,

একে একে সবে তারে তেয়াগি যেতেছে হা রে--

কেন, সখি, হতেছে এমন!

ভুলে যে আমার কাছে আসে

তখনি ত যাই তার পাশে,

দ্বিগুণ আদরে ডাকি, হাসি, গাই, কাছে থাকি,

তবুও কেন লো থাকে না সে!

ছিল ত আমার রূপরাশ

একেবারে পেলে কি বিনাশ?

সংসারে কেবলি তবে রূপের কাঙাল সবে?

কচি মুখানির সবে দাস?

ভালবাসা ব'লে কিছু নাই?

স্বার্থপর পুরুষ সবাই?

চির-আত্মবিসর্জ্জন করে যে ভকতমন

হেন মন কোথা, সখি, পাই?

মুখেরই রাজত্ব যদি ভবে

এ মুখ সাজায়ে দে লো তবে!
1...25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 | 32 | 33...35