Smell this flower. Smell that leaf.

Smell this oil. Smell this rose.

Smell this mango. Smell this fruit.

Smell the lemon. Smell this banana.

Smell that handkerchief. Smell the grass.

The king has a crown.

The lad has a coat.

The shoe has a hole.

The thief has a ring.

The shop has a door.

The horse has a groom.

The house has a room.

The deer has a tail.



ইংরেজি করো–

মানুষটির একটি পেয়ালা আছে।

বিছানাটায় একটি মাদুর আছে।

বালকটির একটি পাখি আছে।

গাভীটির একটি লেজ আছে।

বালকটির একটি নৌকা আছে।

হরির একটি পিষ্টক আছে।

রামের একটি বই আছে।

শ্যামের একটি বিছানা আছে।

গাভীর একটি লম্বা লেজ আছে।

কুকুরের একটি বিশ্রী নাক আছে।

বালকটির একটি লাল ছাগল আছে।

বালকটির একটি সাদা মেষশাবক আছে।

খোঁড়া মানুষের একটি সরু পা আছে।

নেতিবাচক বিকল্পে–

The man has not a cup.

The man has no cup.

প্রশ্নোত্তর

What has the king?

Who has the crown?

Has the king a crown?

Has the king a cup?

What has the cow?

Who has the long tail?

What kind of tail has the cow?

Has the cow a short tail?



এইরূপ পর্যায়ে প্রশ্নোত্তর করিয়া যাইবেন।

প্রশ্নোত্তর

Has the man a pen?

Yes, the man has a pen.

Where has the man a pen?

The man has a pen in the bag?



এই ভাবে এই পাঠস্থিত বাক্যগুলিকে প্রশ্নরূপে প্রয়োগ করিয়া উত্তর বলাইয়া লইবেন।

Has the man a pen in the well?

No,the man has not a pen in the well,

The man has a pen in the bag.

এইরূপ অসংগত প্রশ্নের সংগত উত্তর করাইয়া লইবেন।
1...6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14...22