রাজসভা
রাজা, রঘুপতি ও নক্ষত্ররায়ের প্রবেশ
রাজা, রঘুপতি ও নক্ষত্ররায়ের প্রবেশ
সভাসদ্গণ উঠিয়া
সভাসদ্গণ উঠিয়া
সকলে।
জয় হোক মহারাজ!
রঘুপতি।
রাজার ভাণ্ডারে
এসেছি বলির পশু সংগ্রহ করিতে।
গোবিন্দ।
মন্দিরেতে জীববলি এ বৎসর হতে
হইল নিষেধ।
নয়নরায়।
বলি নিষেধ!
মন্ত্রী।
নিষেধ!
নক্ষত্ররায়।
তাই তো! বলি নিষেধ!
রঘুপতি।
এ কি স্বপ্নে শুনি?
গোবিন্দ।
স্বপ্ন নহে প্রভু! এতদিন স্বপ্নে ছিনু,
আজ জাগরণ। বালিকার মূর্তি ধ'রে
স্বয়ং জননী মোরে বলে গিয়েছেন,
জীবরক্ত সহে না তাঁহার।
রঘুপতি।
এতদিন
সহিল কী করে? সহস্র বৎসর ধ'রে
রক্ত করেছেন পান, আজি এ অরুচি!
গোবিন্দ।
করেন নি পান। মুখ ফিরাতেন দেবী
করিতে শোণিতপাত তোমরা যখন।
রঘুপতি।
মহারাজ, কী করিছ ভালো করে ভেবে
দেখো। শাস্ত্রবিধি, তোমার অধীন নহে।
গোবিন্দ।
সকল শাস্ত্রের বড়ো দেবীর আদেশ।
রঘুপতি।
একে ভ্রান্তি, তাহে অহংকার! অজ্ঞ নর,
তুমি শুধু শুনিয়াছ দেবীর আদেশ,
আমি শুনি নাই?
নক্ষত্ররায়।
তাই তো, কী বলো মন্ত্রী,
এ বড়ো আশ্চর্য! ঠাকুর শোনেন নাই?
গোবিন্দ।
দেবী-আজ্ঞা নিত্যকাল ধ্বনিছে জগতে।
সেই তো বধিরতম যেজন সে বাণী
শুনেও শুনে না।
রঘুপতি।
পাষণ্ড, নাস্তিক তুমি!
গোবিন্দ।
ঠাকুর, সময় নষ্ট হয়। যাও এবে
মন্দিরের কাজে। প্রচার করিয়া দিয়ো
পথে যেতে যেতে, আমার ত্রিপুররাজ্যে
যে করিবে জীবহত্যা জীবজননীর
পূজাচ্ছলে, তারে দিব নির্বাসনদণ্ড।
রঘুপতি।
এই কি হইল স্থির?
গোবিন্দ।
স্থির এই।
উঠিয়া
উঠিয়া
রঘুপতি।
তবে
উচ্ছন্ন! উচ্ছন্ন যাও!
ছুটিয়া আসিয়া
ছুটিয়া আসিয়া
চাঁদপাল।
হাঁ হাঁ! থামো! থামো!
গোবিন্দ।
বোসো চাঁদপাল। ঠাকুর, বলিয়া যাও।
মনোব্যথা লঘু করে যাও নিজ কাজে।
রঘুপতি।
তুমি কি ভেবেছ মনে ত্রিপুর-ঈশ্বরী
ত্রিপুরার প্রজা? প্রচারিবে তাঁর 'পরে
তোমার নিয়ম? হরণ করিবে তাঁর
বলি? হেন সাধ্য নাই তব, আমি আছি
মায়ের সেবক।
[প্রস্থান
[প্রস্থান
রাজার চিন্তা
রাজার চিন্তা
নয়নরায়।
ভেবে দেখো মহারাজ,
যুগে যুগে যে পেয়েছে শতসহস্রের
ভক্তির সম্মতি, তাহারে করিতে নাশ
তোমার কী আছে অধিকার।
সনিশ্বাসে
সনিশ্বাসে
গোবিন্দ।
থাক্ তর্ক।
যাও মন্ত্রী, আদেশ প্রচার করো গিয়ে--
আজ হতে বন্ধ বলিদান।
[প্রস্থান
[প্রস্থান
মন্ত্রী।
একি হল!
নক্ষত্ররায়।
তাই তো হে মন্ত্রী, এ কী হল! শুনেছিনু
মগের মন্দিরে বলি নেই, অবশেষে
মগের হিন্দুতে ভেদ রহিল না কিছু।
কী বল হে চাঁদপাল, তুমি কেন চুপ?
চাঁদপাল।
ভীরু আমি ক্ষুদ্র প্রাণী, বুদ্ধি কিছু কম
না বুঝে পালন করি রাজার আদেশ।











