ঐ সাদা ছাতা। দাদা যায় হাটে। গায়ে লাল জামা। মামা যায় খাতা হাতে। গায়ে শাদা শাল।

মামা আনে চাল ডাল। আর কেনে শাক। আর কেনে আটা।

দাদা কেনে পাকা আতা, সাত আনা দিয়ে। আর, আখ আর জাম চার আনা। বাবা খাবে। কাকা খাবে। আর খাবে মামা। তার পরে কাজ আছে। বাবা কাজে যাবে।

দাদা হাটে যায় টাকা হাতে। চার টাকা। মা বলে, খাজা চাই, গজা চাই, আর ছানা চাই। আশাদাদা খাবে।

আশাদাদা আজ ঢাকা থেকে এল। তার বাসা গড়পারে। আশাদাদা আর তার ভাই কালা কাল ঢাকা ফিরে যাবে।

নাম তার মোতিবিল, বহু দূর জল—

হাঁসগুলি ভেসে ভেসে করে কোলাহল।

পাঁকে চেয়ে থাকে বক, চিল উড়ে চলে,

মাছরাঙা ঝুপ ক’রে পড়ে এসে জলে।

হেথা হোথা ডাঙা জাগে ঘাস দিয়ে ঢাকা,

মাঝে মাঝে জলধারা চলে আঁকাবাঁকা।

কোথাও বা ধানক্ষেত জলে আধো ডোবা,

তারি ‘পরে রোদ পড়ে কিবা তার শোভা।

ডিঙি চ’ড়ে আসে চাষী, কেটে লয় ধান,

বেলা গেলে গাঁয়ে ফেরে গেয়ে সারিগান।

মোষ নিয়ে পার হয় রাখালের ছেলে,

বাঁশে বাঁধা জাল নিয়ে মাছ ধরে জেলে।

মেঘ চলে ভেসে ভেসে আকাশের গায়,

ঘন শেওলার দল জলে ভেসে যায়।

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9...11