অ আ

ছোট খোকা বলে অ আ

শেখেনি সে কথা কওয়া।

ই ঈ

হ্রস্ব ই দীর্ঘ ঈ

বসে খায় ক্ষীর খই।

উ ঊ

হ্রস্ব উ দীর্ঘ ঊ

ডাক ছাড়ে ঘেউ ঘেউ।



ঘন মেঘ বলে ঋ

দিন বড় বিশ্রী।

এ ঐ

বাটি হাতে এ ঐ

হাঁক দেয় দে দৈ।

ও ঔ

ডাক পাড়ে ও ঔ

ভাত আনো বড় বৌ।



ক খ গ ঘ

ক খ গ ঘ গান গেয়ে

জেলে ডিঙি চলে বেয়ে।



চরে বসে রাঁধে ঙ

চোখে তার লাগে ধোঁয়া।

চ ছ জ ঝ

চ ছ জ ঝ দলে দলে

বোঝা নিয়ে হাটে চলে।



ক্ষিদে পায় খুকী ঞ

শুয়ে কাঁদে কিয়োঁ কিয়োঁ।

ট ঠ ড ঢ

ট ঠ ড ঢ করে গোল

কাঁধে নিয়ে ঢাক ঢোল।



বলে মূর্দ্ধন্য ণ,

চুপ কর কথা শোন।

ত থ দ ধ

ত থ দ ধ বলে, ভাই

আম পাড়ি চল যাই।



রেগে বলে দন্ত্য ন

যাব না তো কক্ষনো।

প ফ ব ভ

প ফ ব ভ যায় মাঠে

সারাদিন ধান কাটে।



ম চালায় গোরু-গাড়ি

ধান নিয়ে যায় বাড়ি।

য র ল ব

য র ল ব বসে ঘরে

এক মনে পড়া করে।

শ ষ স

শ ষ স বাদল দিনে

ঘরে যায় ছাতা কিনে।

হ ক্ষ

শাল মুড়ি দিয়ে হ ক্ষ

কোণে বসে কাশে খ ক্ষ।
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9...11