বাসরঘর

বিনোদবিহারী। কমলমুখী ও অন্য স্ত্রীগণ

সম্মুখবর্তী পথ দিয়া আহারার্থী বরযাত্রিগণ যাতায়াত করিতেছে

বাসরঘর

বিনোদবিহারী। কমলমুখী ও অন্য স্ত্রীগণ

সম্মুখবর্তী পথ দিয়া আহারার্থী বরযাত্রিগণ যাতায়াত করিতেছে

ইন্দুমতী।

এতক্ষণে বুঝি তোমার মুখ ফুটল!

বিনোদবিহারী।

আপনার ও-হাতের স্পর্শে বোবার মুখ খুলে যায়, আমি তো কেবল বর।

ক্ষান্ত#মণি।

দেখেছিস ভাই, আমরা এতক্ষণ এত চেষ্টা করে একটা কথা কওয়াতে পারলুম না আর ইন্দুর হাতের কানমলা খেয়ে তবে ওর কথা বেরোল।

প্রথমা।

ও ইন্দু, তোর কাছে ওর কথার চাবি ছিল না কি! তুই কী কল ঘুরিয়ে দিলি লো।

দ্বিতীয়া।

তা দে ভাই, তবে আর এক পাক দে। ওর পেটে যত কথা আছে বেরিয়ে যাক। (মৃদুস্বরে) জিগ্‌গেস কর্‌ না, আমাদের নাতনিকে লাগছে কেমন--

ইন্দুমতী।

কী বল ঠাকুরজামাই, তবে আর একবার দম দিয়ে নিই।

কমলমুখী।

(মৃদুস্বরে) ইন্দু, তুই আর জ্বালাসনে ভাই--একটু থাম্‌।

ইন্দুমতী।

দিদি, ওর কানে একটু মোচড় দিলেই অমনি তোমার প্রাণে দ্বিগুণ বেজে উঠছে কেন? তুমি কি ওর তানপুরোর তার!

প্রথমা।

ওলো ও কমল, তোর রকম দেখে তো আর বাঁচিনে। হ্যাঁ লো, এরই মধ্যে ওর কানের 'পরে তোর এত দরদ হয়েছে! তা ভাবিসনে ভাবিস নে--আমরা ওর দুটো কান কেটে নিচ্ছিনে, নিদেন একটা তোর জন্যে রেখে দেব।

চন্দ্রকান্ত।

(জানালা হইতে মুখ বাড়াইয়া) দরদ হবে না কেন। আজ থেকে উনি আমাদের বিনুদার কর্ণধার হলেন--সে কর্ণ উনি যদি না সামলাবেন তো কে সামলাবে।

দ্বিতীয়া।

ও মিনসে আবার কে ভাই!

ক্ষান্তমণি।

(তাড়াতাড়ি) ও বরের ভাই হয়। --ওগো, মশায়, তোমার বিনুদার হয়ে জবাব দিতে হবে না! উনি বেশ সেয়ানা হয়েছেন--এখন দিব্যি কথা ফুটেছে। তুমি এখন নিশ্চিন্ত হয়ে ঘরে যাও।

চন্দ্রকান্ত।

যে আজ্ঞে, আদেশ পেলেই নির্ভয়ে যেতে পারি। এখন বোধ করি কিছুক্ষণ ঘরে টিঁকতে পারব।

[ প্রস্থান

[ প্রস্থান

ইন্দুমতী।

না ভাই, এখানে বড্ড আনাগোনার রাস্তা--বাইরে ওই দরজাটা দিয়ে আসি।

[ উঠিয়া দ্বারের নিকট আগমন

[ উঠিয়া দ্বারের নিকট আগমন

নিমাই।

একবার উঁকি মেরে বিনুদার অবস্থাটা দেখে যেতে হচ্ছে।

[ ইন্দুমতীর সম্মুখে আসিয়া উপস্থত

[ ইন্দুমতীর সম্মুখে আসিয়া উপস্থত

ইন্দুমতী।

আপনারা বেশি ব্যস্ত হবেন না, আপনাদের প্রাণের বন্ধুটি জলে পড়েননি।

নিমাই।

সে জন্যে আমি কিছু ব্যস্ত হইনি। আমার নিজের একটা জিনিস হারিয়েছে আমি তারই খোঁজ করে বেড়াচ্ছি।

ইন্দুমতী।

হারাবার মতো জিনিস যেখানে সেখানে ফেলে রাখেন কেন?

নিমাই।

সে আমাদের জাতের স্বধর্ম-আমরা সাবধান হতে শিখিনি। সে খাতাটা যদি আপনার হাতে পড়ে থাকে--

ইন্দুমতী।

খাতা? হিসেবের খাতা?

নিমাই।

তাতে কেবল খরচের হিসেবটাই ছিল, জমার হিসেবটা যদি বসিয়ে দেন তো আপনার কাছেই থাক্‌।

ইন্দুমতী।

ছি ছি, আজ আমি কী যে বকাবকি করছি তার ঠিক নেই। আজ আমার কী হয়েছে!

[ দ্রুত দ্বার রোধ

[ দ্রুত দ্বার রোধ
1 | 2 | 3 | 4 | 5 | 6