কমলমুখীর গৃহ

ইন্দুমতী ও কমলমুখী।

কমলমুখীর গৃহ

ইন্দুমতী ও কমলমুখী।

কমলমুখী।

তোর জ্বালায় তো আর বাঁচিনে ইন্দু । তুই আবার এ কী জট পাকিয়ে বসে আছিস । ললিতবাবুর কাছে তোকে কাদম্বিনী বলে উল্লেখ করতে হবে না কি?

ইন্দুমতী।

তা কী করব দিদি। কাদম্বিনী না বললে যদি সে না চিনতে পারে তা হলে ইন্দু বলে পরিচয় দিয়ে লাভটা কী ।

কমলমুখী।

ইতিমধ্যে তুই এত কাণ্ড কখন করে তুললি তা তো জানিনে। একটা যে আস্ত নাটক বানিয়ে বসেছিস।

ইন্দুমতী।

তোমার বিনোদবাবুকে বোলো, তিনি লিখে ফেলবেন এখন, তার পর মেট্রপলিটান থিয়েটারে অভিনয় দেখতে যাব।

কমলমুখী।

তোমার ললিতবাবু সাজতে পারে এমন ছোকরা কি তারা কোথাও খুঁজে পাবে। তুই হয়তো মাঝখান থেকে "ও হয়নি, ও হয়নি" বলে চেঁচিয়ে উঠবি।

ইন্দুমতী।

ওই ভাই, তোমার বিনোদবাবু আসছেন, আমি পালাই।

[ প্রস্থান

[ প্রস্থান

বিনোদবিহারীর প্রবেশ

বিনোদবিহারীর প্রবেশ

বিনোদবিহারী।

মহারানী, আমার বন্ধুরা এলে কোথায় তাঁদের বসাব।

কমলমুখী।

এই ঘরেই বসাবেন ।

বিনোদবিহারী।

ললিতের সঙ্গে আপনার যে বন্ধুর বিবাহ স্থির করতে হবে তাঁর নামটি কী।

কমলমুখী।

কাদম্বিনী। বাগবাজারের চৌধুরীদের মেয়ে।

বিনোদবিহারী।

আপনি যখন আদেশ করছেন আমি যথাসাধ্য চেষ্টা করব। কিন্তু ললিতের কথা আমি কিছুই বলতে পারিনে । সে যে এ সব প্রস্তাবে আমাদের কারো কথায় কর্ণপাত করবে এমন বোধ হয় না--

কমলমুখী।

আপনাকে সে জন্য বোধ হয় বেশি চেষ্টা করতেও হবে না-- কাদম্বিনীর নাম শুনলেই তিনি আর বড়ো আপত্তি করবেন না।

বিনোদবিহারী।

তা হলে তো আর কথাই নেই ।

কমলমুখী।

মাপ করেন যদি আপনাকে একটি কথা জিজ্ঞাসা করতে চাই ।

বিনোদবিহারী।

এখনি । (স্বগত) স্ত্রীর কথা না তুললে বাঁচি ।

কমলমুখী।

আপনার স্ত্রী নেই কি ।

বিনোদবিহারী।

কেন বলুন দেখি । স্ত্রীর কথা কেন জিজ্ঞাসা করছেন ।

কমলমুখী।

আপনি তো অনুগ্রহ করে এই বাড়িতেই বাস করছেন, তা হলে আপনার স্ত্রীকে আমি আমার সঙ্গিনীর মতো করে রাখতে চাই। অবিশ্যি যদি আপনার কোনো আপত্তি না থাকে।

বিনোদবিহারী।

আপত্তি! কোনো আপত্তিই থাকতে পারে না ! এ তো আমার সৌভাগ্যের কথা।

কমলমুখী।

আজ সন্ধের সময় তাঁকে আনতে পারেন না?

বিনোদবিহারী।

আমি বিশেষ চেষ্টা করব।

[ কমলের প্রস্থান

কিন্তু কী বিপদেই পড়েছি। এদিকে আবার আমার স্ত্রী কিছুতেই আমার বাড়ি আসতে চায় না-- আমার সঙ্গে দেখা করতেই চায় না। কী যে করি ভেবে পাইনে। অনুনয় করে একখানা চিঠি লিখতে হচ্ছে।

ভৃত্যের প্রবেশ

ভৃত্যের প্রবেশ

ভৃত্য।

একটি সাহেব-বাবু এসেছেন।

বিনোদবিহারী।

এইখানেই ডেকে নিয়ে আয়।

সাহেবি বেশে ললিতের প্রবেশ

সাহেবি বেশে ললিতের প্রবেশ

ললিত।

(শেকহ্যাণ্ড করিয়া) Well ! How goes the world ?ভালো তো?

বিনোদবিহারী।

এক রকম ভালোয় মন্দয়। তোমার কী রকম চলছে।

ললিত।

Pretty well !জান, I am going in for studentship next year !

বিনোদবিহারী।

ওহে, আর কত দিন একজামিন দিয়ে মরবে? বিয়েথাওয়া করতে হবে না নাকি। এ- দিকে যৌবনটা যে ভাঁটিয়ে গেল।

ললিত।

Hallo ! You seem to have queer ideas on the subject ! কেবল যৌবনটুকু নিয়ে one can't marry ! I suppose first of all you must get a girl whom you--

বিনোদবিহারী।

আহা, তা তো বটেই। আমি কি বলছি তুমি তোমার নিজের হাতপাগুলোকে বিয়ে করবে? অবিশ্যি মেয়ে একটি আছে।

ললিত।

I know that! একটি কেন। মেয়ে there is enough and to spare! কিন্তু তা নিয়ে তো কথা হচ্ছে না ।

বিনোদবিহারী।

আহা, তোমাকে নিয়ে তো ভালো বিপদে পড়া গেল । পৃথিবীর সমস্ত কন্যাদায় তোমাকে হরণ করতে হবে না । কিন্তু যদি একটি বেশ সুন্দরী সুশিক্ষিত বয়ঃপ্রাপ্ত মেয়ে তোমাকে দেওয়া যায় তা হলে কী বল?

ললিত।

I admire your checkবিনু। তুমি wife selectকরবে আর আমি marryকরব! I don't see any rhyme or reason in such co-operation। পোলিটিক্যাল ইকনমিতে division of labourআছে কিন্তু there is no such thing in marriage ।

বিনোদবিহারী।

তা বেশ তো, তুমি দেখো, তার পরে তোমার পছন্দ না হয় বিয়ে কোরো না--

ললিত।

My dear fellow, you are very kind! কিন্তু আমি বলি কি, you need not bother yourself about my happiness! আমার বিশ্বাস আমি যদি কখনো কোনো girlকে love করি I will love her without your helpএবং তার পরে যখন বিয়ে করব You'll get your invitation in due form!

বিনোদবিহারী।

আচ্ছা ললিত, যদি সে মেয়েটির নাম শুনলেই তোমার পছন্দ হয়?

ললিত।

The idea! নাম শুনে পছন্দ! যদি মেয়েটিকে বাদ দিয়ে simply নামটিকে বিয়ে করতে বল, that's a safe proposition!

বিনোদবিহারী।

আগে শোনো, তার পর যা বলতে হয় বলো-- মেয়েটির নাম-- কাদম্বিনী ।

ললিত।

কাদম্বিনী! She may be all that is nice and goodকিন্তু I must confessতার নাম নিয়ে তাকে congratulate করা যায় না। যদি তার নামটাই তার best qualificationহয় তা হলে I should try my luck in some other quarter !

বিনোদবিহারী।

(স্বগত) এর মানে কী । তবে যে রানী বললেন কাদম্বিনীর নাম শুনলেই লাফিয়ে উঠবে। দূর হোক গে। একে খাওয়ানোটাই বাজে খরচ হল--আবার এই ম্লেচ্ছটার সঙ্গে আরো আমাকে নিদেন দু- ঘন্টা কাল কাটাতে হবে দেখছি ।

ললিত।

I say, it's infernally hot here-- চলো না বারান্দায় গিয়ে বসা যাক।
1 | 2 | 3 | 4 | 5 | 6