গুহামুখ

ধুলায় পতিত বালিকা

সন্ন্যাসীর দ্রুত প্রবেশ

গুহামুখ

ধুলায় পতিত বালিকা

সন্ন্যাসীর দ্রুত প্রবেশ

সন্ন্যাসী।

নয়ন-আনন্দ মোর, হৃদয়ের ধন,

স্নেহের প্রতিমা, ওগো, মা, আমি এসেছি --

ধুলায় পড়িয়া কেন, -- ওঠ্‌ মা, ওঠ্‌ মা--

পাষাণেতে মুখখানি রেখেছিস কেন?

আয় রে বুকের মাঝে -- এও তো পাষাণ।

ও মা, এত অভিমান করেছিস কেন।

মুখখানি তুলে দেখ্‌ দুটো কথা ক!--

এ কী, এ যে হিম দেহ। -- না পড়ে নিশ্বাস --

হৃদয় কেন রে স্তব্ধ, বিবর্ণ মুখানি!

বাছা, বাছা, কোথা গেলি! কী করিলি রে --

হায় হায়, এ কী নিদারুণ প্রতিশোধ।
1...9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17