প্রথম পথিক।

পান্থগণ, সরে যাও। হেরো, আসিতেছে

ধর্মভ্রষ্ট অনাচারী রঘুর দুহিতা।

বালিকার প্রবেশ

বালিকার প্রবেশ

প্রথম পথিক।

ছুঁস নে ছুঁস নে মোরে --

দ্বিতীয় পথিক।

সরে যা অশুচি।

তৃতীয় পথিক।

হতভাগী জানিস নে রাজপথ দিয়ে

আনাগোনা করে যত নগরের লোক --

ম্লেচ্ছকন্যা, তুই কেন চলিস এ পথে।

[বালিকার পথপার্শ্বে বৃক্ষতলে সরিয়া যাওন

[বালিকার পথপার্শ্বে বৃক্ষতলে সরিয়া যাওন

একজন বৃদ্ধা।

কে তুমি গা, কার বাছা, চোখে অশ্রুজল,

ভিখারিনী বেশে কেন রয়েছে দাঁড়ায়ে

এক পাশে।

বালিকা।

(কাঁদিয়া উঠিয়া) জননী গো আমি অনাথিনী।

বৃদ্ধা।

আহা মরে যাই।

পথিকগণ।

ছুঁয়ো না ছুঁয়ো না ওরে--

কে গো তুমি, জান না কি অনাচারী রঘু --

তাহারি দুহিতা ও যে।

বৃদ্ধা।

ছি ছি ছি, কী ঘৃণা।

[প্রস্থান

[প্রস্থান

বালিকা।

(দেবীমন্দিরের কাছে গিয়া)

জগৎ-জননী মাগো, তুমিও কি মোরে

নেবে না? তুমিও কি মা ত্যেজিবে অনাথে?

ঘৃণায় সবাই যারে দেয় দূর করে

সে কি মা তোমারো কোলে পায় না আশ্রয়?

মন্দিররক্ষক।

দূর হ। দূর হ তুই অনার্যা অশুচি।

কী সাহসে এসেছিস মন্দিরের মাঝে!

জননী ও দুহিতার প্রবেশ

জননী ও দুহিতার প্রবেশ

জননী।

আরতির বেলা হল, আয় বাছা আয়।

আয় রে আয় রে মোর বুকচেরা ধন।

মন্দিরের দীপ হতে কাজল পরাব

অকল্যাণ যত কিছু যাবে দূর হয়ে।

কন্যা।

ও কে ও মা!

জননী।

ও কেউ না, সরে আয় বাছা।

[প্রস্থান

[প্রস্থান

বালিকা।

এ কি কেউ না মা! এ কি নিতান্ত অনাথা!

এর কি মা ছিল না গো! ও মা, কোথা তুমি!

(সন্ন্যাসীকে দেখিয়া) প্রভু কাছে যাব আমি?

সন্ন্যাসী।

এস বৎসে, এস।

বালিকা।

অনার্যা অশুচি আমি।

সন্ন্যাসী।

(হাসিয়া) সকলেই তাই।

সেই শুচি ধুয়েছে যে সংসারের ধুলা।

দূরে দাঁড়াইয়া কেন! ভয় নাই বাছা।

বালিকা।

(চমকিয়া) ছুঁয়ো না, ছুঁয়ো না, আমি রঘুর দুহিতা।

সন্ন্যাসী।

নাম কি তোমার বৎসে?

বালিকা।

কেমনে বলিব?

কে আমারে নাম ধরে ডাকিবে প্রভু গো,

বাল্যে পিতৃমাতৃহীনা আমি।

সন্ন্যাসী।

বসো হেথা।

বালিকা।

(কাঁদিয়া উঠিয়া)

প্রভু, প্রভু, দয়াময়, তুমি পিতা মাতা,

এক বার কাছে তুমি ডেকেছ যখন

আর মোরে দূর করে দিয়ো না কখনো।

সন্ন্যাসী।

মুছ অশ্রুজল বৎসে, আমি যে সন্ন্যাসী।

নাইকো কাহারো 'পরে ঘৃণা-অনুরাগ।

যে আসে আসুক কাছে, যায় যাক দূরে,

জেনো বৎস মোর কাছে সকলি সমান।

বালিকা।

আমি, প্রভু, দেব নর সবারি তাড়িত,

মোর কেহ নাই --

সন্ন্যাসী।

আমারো তো কেহ নাই।

দেব নর সকলেরে দিয়েছি তাড়ায়ে।

বালিকা।

তোমার কি মাতা নাই?

সন্ন্যাসী।

নাই।

বালিকা।

পিতা নাই?

সন্ন্যাসী।

নাই বৎসে।

বালিকা।

সখা কেহ নাই?

সন্ন্যাসী।

কেহ নাই।

বালিকা।

আমি তবে কাছে রব, ত্যেজিবে না মোরে?

সন্ন্যাসী।

তুমি না ত্যেজিলে মোরে আমি ত্যেজিব না।

বালিকা।

যখন সবাই এসে কহিবে তোমারে --

রঘুর দুহিতা, ওরে ছুঁয়ো না ছুঁয়ো না,

অনার্য অশুচি ও যে ম্লেচ্ছ ধর্মহীন --

তখনো কি ত্যেজিবে না? রাখিবে কি কাছে?

সন্ন্যাসী।

ভয় নাই, চল্‌ বৎসে তোর গৃহ যেথা।
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9...17